মায়ের জন্য, বাবার জন্য কী নিলাম

প্রথম আলো প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ১৯:৪৬

‘মা-বাবার জন্য প্রথম কী উপহার কিনেছিলেন, মনে পড়ে?’


প্রতিষ্ঠিত কোনো চাকরিজীবী কিংবা ব্যবসায়ীকে প্রশ্নটা যদি করেন, অনেকে নিশ্চয়ই স্মৃতিকাতর হবেন। মা-বাবার জন্য প্রথম কেনা উপহারের একটা আলাদা আবেগ তো আছেই। কেউ হয়তো ফিরে যাবেন ছাত্রজীবনের স্মৃতিতে। কারও মনে পড়ে যাবে প্রথম চাকরির প্রথম বেতনের কথা।


দেশের একটা বড়সংখ্যক শিক্ষার্থী স্নাতকজীবনে এসে প্রথম বাড়ি ছাড়েন। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে কেউ বিশ্ববিদ্যালয়ের হলে থাকেন, কেউ ওঠেন মেসে। টিউশনি বা খণ্ডকালীন চাকরি করে যাঁরা টুকটাক আয় করেন, বাড়ি ফেরার সময় কিছু না কিছু নেওয়ার চেষ্টা করেন মা-বাবা কিংবা ভাই-বোনের জন্য। নিজের খরচ সামলে, একটু একটু করে টাকা জমিয়ে পরিবারের জন্য কিছু কেনার আনন্দটা ভীষণ অন্য রকম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও