কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আওয়ামী লীগ ‘বেপরোয়া’ হয়ে উঠেছে, অভিযোগ মির্জা ফখরুলের

প্রথম আলো প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ১৮:০৩

আওয়ামী লীগ নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল ও ভিন্ন মতের মানুষদের ওপর অব্যাহতভাবে দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী অতিমাত্রায় ‘বেপরোয়া’ ও ‘হিংস্র’ হয়ে উঠেছে।


আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খানের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ ও মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।


বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দল, ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালানো হচ্ছে। কারাগারে বন্দী করা হচ্ছে নির্বিচার। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতা–কর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে স্বাধীন দেশকে আওয়ামী লীগের জমিদারি বানানো হয়েছে।





সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও