ঈদ কেনাকাটা: ক্রেতা-বিক্রেতা দুই পক্ষেই ‘হতাশা’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ০৯:৫১
মিরপুর ১১ নম্বরের সবুজ বাংলা সমবায় সমিতি মার্কেটের ইকরা কর্নারে বিক্রেতা মামুন শেখকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেল।দোকানটিতে বিক্রি হয় শার্ট-প্যান্টের কাপড়। পাশ দিয়েই ক্রেতাদের কাপড় দেখে দেখে যেতে দেখা গেল। কেউ কেউ আবার দাম করে চলে যাচ্ছেন।
মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “মানুষ তো ভালোই আসতেছে। কিন্তু কেউ তো কিনে না। দাম নাকি বেশি মনে হচ্ছে। বাড়ছে কিছুটা, তবে না বাড়ালে তো আমরাও চলতে পারব না।”
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- হতাশা
- ঈদ
- কেনাকাটা