 
                    
                    দুদক যেন নেতিয়ে পড়া বাঘ
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১৭:১৭
                        
                    
                চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের হলফনামায় অস্বাভাবিক সম্পদের তথ্য আলোড়ন সৃষ্টি করে সারাদেশে। অথচ তখনও নীরব ছিল দুদক। যদিও সংস্থাটির দাবি, এ বিষয়ে কাজ চলছে, আরও সময় লাগবে। এছাড়া সরকারি-বেসরকারি অফিসে অনিয়ম, দুর্নীতি চলছে দেদারসে, প্রায় প্রতিদিনই যার খবর আসছে গণমাধ্যমে। অর্থপাচার প্রতিরোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ব্যাংকসহ দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রেও কার্যকর কোনো উদ্যোগ নেই দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকের (সিপিআই) প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এখন দশম স্থানে। এর পরও অনিয়ম-দুর্নীতি প্রতিরোধকারী সংস্থা দুদকের পদক্ষেপ দেখা যাচ্ছে না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দুদক
- দুদকের মামলা
- দুদক আইন
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                