মার্চের প্রথম তিন সপ্তাহে দেশে ১৪১ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে
প্রথম আলো
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১৫:৪৯
চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে ব্যাংক মাধ্যমে ১৪১ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে এসেছে। গত মাসে ২১৭ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। যা গত বছরের ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি।
সাধারণত দুই ঈদের আগে প্রবাসী আয় অন্য মাসের তুলনায় বেশি আসে। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহ ও আগামী মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় আসার সম্ভাবনা রয়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।