![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-03%2Fe1285b60-6fa5-4b86-a389-0f0c106b4024%2Fsyria_strikes_290324_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ‘নিহত ৩৮’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১৫:৩৭
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় ইসরায়েলের হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে।শুক্রবার দুপুর রাতে চালানো এ হামলায় নিহতদের মধ্যে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাঁচ সদস্য আছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার দুই নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আলেপ্পোতে ইসরায়েল ও জঙ্গি গোষ্ঠীগুলোর হামলায় বহু বেসামরিক ও সামরিক সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় রাত প্রায় ১টা ৪৫ মিনিটের দিকে আলেপ্পোর গ্রাম এলাকায় ইসরায়েল আকাশ হামলা চালায়।