নানা উদ্যোগে সূচকের সামান্য উত্থান
শেয়ার বিক্রি থামিয়ে আবারও শেয়ারবাজারের টানা দরপতন থামানো হয়েছে। তাতে টানা তিন দিন বড় পতনের পর গতকাল বৃহস্পতিবার সূচক সামান্য বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক গতকাল ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৮ পয়েন্ট। এর আগে গত রোববার, সোমবার ও বুধবারের দরপতনে এই সূচক ১৮০ পয়েন্ট কমেছিল। ফলে বুধবার সূচকটি প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে যায়।
গতকাল ঢাকার বাজারে সূচক সামান্য বাড়লেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ২৭ পয়েন্ট কমেছে। সূচকের মতো লেনদেনের ক্ষেত্রেও দুই বাজারে উল্টো চিত্র দেখা গেছে। যেমন চট্টগ্রামের বাজারে লেনদেন বেড়েছে, অন্যদিকে ঢাকার বাজারে কমেছে। ডিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪১১ কোটি টাকা। গত প্রায় তিন মাসের মধ্যে এটিই ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ৪ জানুয়ারি ডিএসইতে সর্বনিম্ন ৩৪৪ কোটি টাকার লেনদেন হয়েছিল। চট্টগ্রামে লেনদেন আগের দিনের চেয়ে আড়াই কোটি টাকা বেড়ে দাঁড়ায় সাড়ে ১২ কোটি টাকা।