You have reached your daily news limit

Please log in to continue


এক সেকেন্ড নিয়ে যে বিপদে পড়েছেন বিজ্ঞানীরা

অধিবর্ষ বা লিপ ইয়ার সম্পর্কে আমরা সবাই জানি। প্রতি চার বছরে একবার ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত একটি দিন যোগ করা হয়। ২০২৪ সালে ২৯ ফেব্রুয়ারি তেমনই একটি দিন ছিল। অনেকেই আমরা জানি না, কয়েক বছর পরপর একটি অধিমুহূর্ত বা লিপ সেকেন্ড যোগ করা হয়। এ মুহূর্ত যুক্ত হয় সাধারণত জুন বা ডিসেম্বরের শেষে। পৃথিবী যে গতিতে তার অক্ষের চারপাশে ঘোরে, তা সব সময় এক থাকে না। সব সময় একই মাপে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয় না। এই ধারাবাহিকতা চলছে অনেক বছর ধরে।

এখন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা একটি নেতিবাচক লিপ সেকেন্ড নিয়ে আলোচনা শুরু করেছেন। তাঁরা একটি সেকেন্ড বাদ দেওয়ার প্রস্তাব করেছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর ভূ-পদার্থবিদ অধ্যাপক ডানকান অ্যাগনিউ বলেন, পৃথিবী খুব দ্রুত ঘূর্ণায়মান একটি গ্রহ। ২০২৯ সালে নেতিবাচক লিপ সেকেন্ড বা সেই বছরে এক সেকেন্ড বাদ দেওয়া প্রয়োজন। এক সেকেন্ড বাদ দিলে স্মার্টফোন ও কম্পিউটারের জন্য নতুন সমস্যা তৈরি হতে পারে। পৃথিবী ঘূর্ণনের জন্য সব সময় একই সময় নেয় না বলে ঐতিহ্যগতভাবে লিপ সেকেন্ড যোগ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন