শামীমের ৮ ছক্কায় ৪৩ বলে ৮৬, রিশাদের ৫ উইকেট
শামীম হোসেনের ৪৩ বলে ৮৬ রানের ইনিংসে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দিনের অন্য দুই ম্যাচে জিতেছে ব্রাদার্স ও গাজী টায়ার্স।
শামীম-তৌফিকের ঝড়ে লিজেন্ডসের বড় জয়
বাড়ি ফেরার তাড়া ছিল বোধ হয় তৌফিক খান ও শামীম হোসেনের! এ দুই ব্যাটসম্যানের বিস্ফোরক ব্যাটিংয়েই যে আজ ফতুল্লায় পারটেক্সের দেওয়া ১৯২ রানের লক্ষ্য ২৫.৩ ওভারেই পেরিয়ে গেল লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটির ওপেনার তৌফিক ৬৬ বলে ৮৩ রান করে আউট হয়ে গেলেও শামীম অপরাজিত ছিলেন ৪৩ বলে ৮৬ রান করে। ৭ উইকেটের এই জয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে পঞ্চম জয় পেল লিজেন্ডস।
রান তাড়ায় লিজেন্ডস ৬৩ রানে ২ উইকেট হারানোর পর জুটি বাঁধেন তৌফিক ও শামীম। তৃতীয় উইকেটে ৬৮ বলে ১১৬ রান যোগ করেন দুজন। ৮ চার ও ৪ ছক্কায় ৮৩ রান করে তৌফিক আউট হওয়ার সময় লিজেন্ডসের দরকার ছিল ১২ রান। জাতীয় দলের ব্যাটসম্যান শামীম পরের ওভারে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন দলের। ইনিংসে এটি ছিল শামীমের অষ্টম ছক্কা। ৩২ বলে ৫০ ছোঁয়া শামীম পরের ১১ বলে করেন ৩৬ রান।
- ট্যাগ:
- খেলা
- ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট