ফার্মগেটের মাঠটিতে আর খেলা হবে না, থাকছে না সবুজ ঘাস
ফার্মগেটের আনোয়ারা উদ্যান। কয়েক বছর আগেও এই মাঠে খেলাধুলায় মেতে থাকত শিশু-কিশোররা, বড়রা বসে দিত আড্ডা। অনেকেই আবার শরীরচর্চা করতে আসত সেখানে। সবুজ সেই মাঠটি এখন আর সবুজ নেই। নেই উন্মুক্ত। মেট্রোরেল প্রকল্পের প্রয়োজনে সাময়িক ব্যবহারের জন্য নেওয়া আনোয়ারা উদ্যানে এবার স্থায়ী স্টেশন প্লাজা স্থাপন করতে চায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এটি করা হলে রাজধানীর বুক থেকে চিরতরে হারিয়ে যাবে আরেকটি উন্মুক্ত মাঠ।
ফার্মগেটের এই উদ্যানটি গণপূর্ত অধিদপ্তরের। ২০১৬ সালে সেটি ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) হস্তান্তর করে গণপূর্ত মন্ত্রণালয়। শর্ত ছিল, সেখানে কোনো স্থায়ী স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা যাবে না। রাখা যাবে না গাড়ি। আর হস্তান্তরের তারিখ থেকে তিন বছর পর চুক্তি নবায়ন করতে হবে। কিন্তু মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হলে ডিএনসিসিকে দেওয়া সেই শর্ত ধরে রাখতে পারেনি গণপূর্ত।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শেষবার মাঠে
- ফার্মগেট
- খোলা মাঠ