You have reached your daily news limit

Please log in to continue


ডেভেলপার সম্মেলন কবে হবে, জানাল অ্যাপল

চলতি বছরের জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)’। এ বছরের সম্মেলন আগামী ১০ থেকে ১৪ জুন অনুষ্ঠিত হবে বলে অ্যাপল জানিয়েছে। উদ্বোধনী দিনে সরাসরি অ্যাপল পার্কে অনুষ্ঠেয় বিশেষ এক আয়োজনে অংশ নিতে পারবেন ডেভেলপার ও শিক্ষার্থীরা। পাশাপাশি অনলাইনেও সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ থাকবে।

চলতি বছরের ডেভেলপার সম্মেলনে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস এবং ভিশওএস নিয়ে বিভিন্ন অগ্রগতি তুলে ধরা হবে। অ্যাপ ও গেম তৈরিতে ডেভেলপারদের সহায়তায় তাঁদের জন্য এ সম্মেলনে অ্যাপল বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতার সুযোগ থাকবে। এ ছাড়া নতুন টুল, ফ্রেমওয়ার্ক ও সুবিধা নিয়ে বিভিন্ন তথ্যও জানতে পারবেন ডেভেলপাররা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন