শিবলী কমিশনের শেষ সময়ে কঠিন চাপে শেয়ারবাজার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪, ১৭:২২
চারদিকে মহামারি করোনাভাইরাসের আতঙ্ক। মৃত্যুভয়ে ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধ। ব্যবসা-বাণিজ্য ফেলে সবাই জীবন বাঁচাতে ব্যস্ত। ঠিক চার বছর আগে মৃত্যু তাড়া করে ফেরা অতিমারির এমনই অজানা আতঙ্কের দিনগুলোতে ভয়াবহ দরপতন দেখা দিলে বন্ধ করে দেওয়া হয় শেয়ারবাজারের লেনদেন।
এমন কঠিন পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নিয়ে বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নেন শিবলী রুবাইয়াত-উল ইসলাম নেতৃত্বাধীন কমিশন। এতে মন্দার শেয়ারবাজারে ধীরে ধীরে গতি ফিরে আসে।
কঠিন পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব নিয়ে যে কমিশন বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটায়, সেই কমিশনের মেয়াদের শেষ দিকে এসে কঠিন চপের মুখে পড়েছে শেয়ারবাজার। অব্যাহত দরপতনের মধ্যে প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন লাখ লাখ বিনিয়োগকারী।