চুল কালার করা স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ
একটা সময় ছিল যখন পাকা চুল ঢাকার জন্য মানুষ কালার ব্যবহার করত। এখন চুলে কালার করাই ট্রেন্ড। লুকে পরিবর্তন আনতে নারী-পুরুষ সবাই চুলে নানা কালার করছেন।
একসময় শুধু কালো রংয়ের প্রচলন থাকলেও এখন চুল লাল, নীল, বেগুনি, এমনকি সাদা রংও করছেন অনেকে। মডার্ন ফ্যাশনেবল লুকের জন্য জনপ্রিয় হাইলাইটিং, যাতে কয়েক গুচ্ছ চুলকে বিভিন্ন রংয়ে সাজানো যায়।
ফ্যাশন সচেতন সাবরিনা সুলতানা (২৮) কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। যখন যে ট্রেন্ড চলে সেই ট্রেন্ড অনুযায়ী নিজেকে সাজিয়ে নেন। কাপড়-চোপড় পরা, সাজ-সজ্জা সব কিছুতেই তিনি ট্রেন্ড ফলো করেন। চুলে কালার করা তার খুব পছন্দ।
তিনি জানান, বেশ কয়েকবার হাইলাইটিং করিয়েছেন। প্রতি মাসে অন্তত একবার চুল কালার করেন তিনি। তবে এবার পার্মানেন্ট কালার করার কথা ভাবছেন। কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ ক্ষতিকর দিক সম্পর্কে খুব ভালো জানা নেই তার। পার্লারে হেয়ারড্রেসারকে জিজ্ঞাসা করলেও উত্তরটা পছন্দ হয়নি। কারণ বেশি লাভের জন্য পার্লার থেকে সবসময় পার্মানেন্ট কালার করানোর পরামর্শ দেয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্বাস্থ্য ঝুঁকি
- চুলের রঙ