আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, কিন্তু এখনো তারা রাজনীতি করছে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১৪:৪০
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, কিন্তু এখনো তারা এবং তাদের সংগঠন রাজনীতি করে চলেছে। এখন আবার তারা সম্প্রতি সময়ে নতুন করে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। বয়কট ইন্ডিয়া স্লোগান তুলেছেন তারা। এই স্লোগান দিয়ে তারা কার্যত ওই পাকিস্তানি আমলের রাজনীতিকেই আবার বাংলাদেশে চালু করার চেষ্টা করছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
সোমবার (২৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘‘২৫ মার্চ গণহত্যা দিবস’ ‘বাংলাদেশ গণহত্যা ৭১ আন্তর্জাতিক স্বীকৃতি চাই’’ শীর্ষক এক মানববন্ধনে মুঠোফোনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।