ফোনের অ্যাপই হবে নোটবুক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১৪:৩৪

বর্তমানে স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও জীবন কল্পনা করা যায় না। যে কোনো কাজে এখন স্মার্টফোন প্রথম পছন্দ। দরকারে বা ইচ্ছামতো কারও সঙ্গে যোগাযোগ করে নিতে পারছেন। আবার ধরুন বিশ্বের কোনো স্থানের খবর লাগবে, কিংবা কিছু জানতে চান লাইব্রেরির শত শত বই ঘেঁটে এখন সেই উত্তর বের করতে হয় না। এক ক্লিকেই স্মার্টফোনে কাজটি করে নেওয়া যায়।


এছাড়া নিজের ছবি, ভিডিও, দরকারি ফাইলপত্র, সোশ্যাল মিডিয়া ব্যবহার, নাটক সিনেমা দেখা সবই হচ্ছে এক স্মার্টফোনে। তবে নোট করার জন্য হাতের কাছে নোটবইয়ের আর কি দরকার। ধরুন কোনো কিছু নোট করে রাখতে চাচ্ছেন বা হঠাৎ মিটিংয়ে গেছেন, নোট করার জন্য নোটবই সঙ্গে রাখতে হবে না। ফোনেই কাজটি করে নিতে পারবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও