১১ পরিবর্তন নিয়েও ইতালির জয়
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১১:৫০
                        
                    
                একাদশ ঘোষণাতেই বড় একটা চমক দিলেন ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি। ইউরোর আগে অনেক ফুটবলারকে সুযোগ দিয়ে বাজিয়ে দেখার কথা আগেই বলেছিলেন তিনি। তাই বলে এক ম্যাচের একাদশের সবাইকেই পরের ম্যাচে বদলে ফেলা হবে, এটা কজন ভাবতে পেরেছিলেন! সেটিই দেখালেন ইতালি কোচ। পুরো ভিন্ন একাদশ নিয়েও অবশ্য জিততে সমস্যা হয়নি তাদের।
নিউ জার্সির রেড বুল অ্যারেনায় প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় সোমবার ভোরে একুয়েডরকে ২-০ গোলে হারায় ইতালি।
- ট্যাগ:
 - খেলা
 - একাদশ
 - ইতালির জয়
 - বিশ্ব চ্যাম্পিয়ন