কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভবঘুরে নিবাস নির্মাণ প্রস্তাবে পরামর্শক ব্যয় ২০ কোটি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১০:০২

বিদ্যমান ছয়টি সরকারি আশ্রয়কেন্দ্রকে ভবঘুরে নিবাসে রূপ দিতে প্রস্তাব দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এটি একেবারেই প্রচলিত কাজ। এ কাজের জন্যই পাঁচ ধরনের পরামর্শক বাবদ ২০ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকার বিলাসী প্রস্তাব করেছে অধিদপ্তর। এমন অহেতুক আবদার নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পের প্রস্তাবিত ব্যয়ের আরও নানান খাত নিয়েও প্রশ্ন উঠেছে।


সাধারণ সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করেই প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) তৈরি করা হয়। অথচ সমীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রকল্প প্রস্তাবনা করেনি সমাজসেবা অধিদপ্তর। সমীক্ষা প্রকল্পের ব্যয় প্রাক্কলন নির্ধারণ করা হয়েছে ৭০৭ কোটি ১২ লাখ ৯৩ হাজার টাকা। কিন্তু মূল প্রকল্পের প্রস্তাবিত মোট প্রাক্কলন ধরা হয়েছে ৯০৭ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার টাকা। ফলে সমীক্ষা প্রতিবেদন থেকে আরও ২০০ কোটি টাকা বাড়তি প্রস্তাব করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও