দেড় শতাধিক দোকান পুড়িয়ে থামে আগুন, ব্যবসায়ীদের মাথায় হাত
বাজারের মাঝখানে বাকরুদ্ধ হয়ে বসেছিলেন চাল ব্যবসায়ী অনিল বিশ্বাস। পাশে বসা এক আত্মীয় বারবার তাকে কিছু খাওয়ার জন্য অনুরোধ করছিলেন। একটি কলা ছিলে দিলেও তা খেতে অসম্মতি জানিয়ে বলেন, “আমারে কিছু খাইতে বইল না, আমি আর খাওয়ার অবস্থায় নাই।”
রোববার ভোররাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া কাঁচাবাজারে আগুন লাগে। এতে ১৩৭টি দোকান এবং ২৮টি কাঁচামালের ভিটি ছাই হয়েছে। তার মধ্যে উপজেলার হোরগাঁ এলাকার বাসিন্দা অনিলেরও দোকান ছিল।
অনিলের দাবি, “দোকানে প্রায় দুই হাজার ৮০০ বস্তা চাল ছিল। ক্যাশবাক্সে ছিল অন্তত ১২ লাখ টাকা। আগুনে সব ছাই হয়ে গেছে।”
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন সাংবাদিকদের জানান, রাত ৩টা ৩৫ মিনিটে খবর পেয়ে আধ ঘণ্টার মধ্যে ১০টি ইউনিট পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।