পেন্টিয়াম প্রসেসর সরবরাহ শুরু করল ইন্টেল
প্রথম আলো
প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১৫:০২
শীর্ষ প্রসেসর নির্মাতা ইন্টেল করপোরেশন পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর সরবরাহ শুরু করে।
পেন্টিয়ামের নির্মাতা ইন্টেলের প্রকৌশলী ফেডেরিকো ফ্যাগিন, টেড হফ, স্ট্যান মেজর এবং জাপানের বিজিকমের প্রকৌশলী মাসাতোশি শিমা ১৯৭১ সালে ইন্টেলের হয়ে পৃথিবীর প্রথম বাণিজ্যিক মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করেছিলেন। সেটি ছিল ইন্টেল ৪০০৪।