ডলার বেচাকেনা বাজারের ওপর ছেড়ে দিতে আইএমএফের চাপ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১১:০৭
ডলারের দর বাজারভিত্তিক করতে বারবার চাপ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা (আইএমএফ)। বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় দর নির্ধারণ না করে বাজার চাহিদার ভিত্তিতে ডলার বেচাকেনার কথা বলছে সংস্থাটি। আইএমএফর মতে, বাজারভিত্তিক হলে বৈদেশিক মুদ্রার বিদ্যমান চাপ কমবে।
তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, আপাতত ডলারের দর বাজারভিত্তিক করার মতো পরিবেশ নেই। করিডোর পদ্ধতিতে নিয়ন্ত্রিত উপায়ে দর নির্ধারণ করা হবে। আইএমফের কারিগরি কমিটি ও বাংলাদেশ ব্যাংকের বিশেষ কমিটি এ নিয়ে একাধিকবার অনলাইনে বৈঠক করেছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বেচাকেনা
- ডলার
- চাপ