সপ্তাহের শেষ দিনে ডিএসইর বাজার মূলধন বাড়ল ৫ হাজার কোটি টাকা

যুগান্তর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ২২:১৮

টানা পতন কাটিয়ে দ্বিতীয় দিনের মতো ইতিবাচক হলো শেয়ারবাজার। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে ডিএসইর মূল্যসূচক বেড়েছে ৬৯ পয়েন্ট এবং বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা। একইভাবে লেনদেনও বেড়েছে। 


বিশ্লেষকরা বলছেন, সরকারি ও বেসরকারি কিছু প্রতিষ্ঠানের সাপোর্টে বাজার ইতিবাচক হয়েছে।  


বাজার বিশ্লেষণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৩৯৭টি কোম্পানির ১৮ কোটি ৭৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে; যার মোট মূল্য ৬১০ কোটি ৮ লাখ টাকা।


ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪১ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্য সূচক ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৩ পয়েন্টে উন্নীত হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে ৫ হাজার কোটি টাকা বেড়ে ৬ লাখ ৯২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও