কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সোমালিয়ার জলদস্যুরা আবার সক্রিয়, সংকটে জাহাজ মালিকেরা

প্রথম আলো প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ২২:১২

পশ্চিম ভারত মহাসাগরে এক ডজনের বেশি সোমালীয় জলদস্যু বহনকারী একটি স্পিডবোট বাংলাদেশি মালিকানাধীন জাহাজটির (বাল্ক ক্যারিয়ার) গতিরোধের চেষ্টা করছিল। জাহাজের নাবিকেরা সাহায্য চেয়ে বিপৎসংকেত পাঠালেন এবং একটি জরুরি হটলাইনে কল করলেন।


কিন্তু কেউই সময়মতো পৌঁছাতে পারল না। জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এম ভি আবদু্ল্লাহতে চড়ে বসেন এবং ভয় দেখাতে গুলি ছোড়েন। একপর্যায়ে জাহাজের ক্যাপ্টেন ও সেকেন্ড অফিসারকে জিম্মি করে ফেলেন তাঁরা। চিফ অফিসার আতিক উল্লাহ খান অডিও বার্তায় জাহাজের মালিককে এভাবে ঘটনার বর্ণনা দেন।


নাবিকদের ফোন কেড়ে নেওয়ার আগে দেওয়া বার্তায় আতিক উল্লাহ বলেন, ‘আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যে এখন পর্যন্ত আমাদের কারও ক্ষতি হয়নি।’ অডিও বার্তাটি বার্তা সংস্থা রয়টার্সকেও দিয়েছে জাহাজ কোম্পানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও