![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-03%2F21e4d643-503b-4ef4-885b-85891d53a786%2Frobinho_brazil_210324_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
জেলে ৯ বছর কাটাতেই হবে রবিনিয়োকে, ব্রাজিলিয়ান আদালতের রায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ১৪:২৯
ইতালির আদালতের পাওয়া রবিনিয়োর সাজা সহাল রেখেছেন ব্রাজিলের আদালত। ধর্ষণের অভিযোগে ৯ বছর জেলে কাটাতেই হবে দুটি বিশ্বকাপ খেলা সাবেক ফুটবলারকে।
অসাংবিধানিক ক্ষেত্রের জন্য ব্রাজিলের সর্বোচ্চ আদালত ‘সুপেরিয়র কোর্ট অব জাস্টিস’ বুধবার ইতালির আদালতের রায়কে বৈধতা প্রদান করে। ব্রাজিলের আদালতে ৯-২ ভোটে বৈধতা পায় ইতালির রায়।