হাঁটুর দীর্ঘমেয়াদি ব্যথা ও চিকিৎসা

প্রথম আলো প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ১২:১৮

মানবদেহের গুরুত্বপূর্ণ ও বৃহৎ সন্ধিগুলোর একটি হাঁটু। এটি মূলত তিনটি হাড় অর্থাৎ ফিমার, প্যাটেলা ও টিবিয়া বা শিন বোন দিয়ে তৈরি। সন্ধির ভেতর সাইনোভিয়াল মেমব্রেন দিয়ে ঢাকা থাকে। এই মেমব্রেন থেকে সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হয় এবং এই তরল হাঁটুর ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে।


তা ছাড়া বিভিন্ন ধরনের লিগামেন্ট, মাংসপেশিসহ, বার্সা, ক্যাপসুল ও আরও কিছু গুরুত্বপূর্ণ সফট টিস্যু সন্ধির আশপাশে থাকে। সন্ধির চারপাশে থাকে অনেক নার্ভের জালিকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও