কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউনিয়ন পরিষদ নির্মাণে ৩ হাজার কোটি টাকার প্রকল্প

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ০৯:৪৮

দেশের ৬২ জেলার ৩২২টি উপজেলার ৬৭৪টি ইউনিয়ন পরিষদের ভবন নতুনভাবে নির্মাণ করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিইডি)। এর আগে দুই ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্মাণ করেছে এলজিইডি। তৃতীয় ধাপে দেশের ৬৭৪টি ইউনিয়ন পরিষদ তৈরির একটি প্রকল্প হাতে নিয়েছে এলজিইডি। প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের সুবিধাদি গ্রামে সম্প্রসারণ এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদি কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।


একনেক শাখা সূত্রে জানা গেছে, ‘ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ (৩য় পর্যায়)’ প্রকল্পটি আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করবে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনের জন্য সুপারিশ করেছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫৯ কোটি টাকা। একনেক সভায় অনুমোদনের পর প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও