১০ ব্যাংকের ট্রেজারি প্রধানের জরিমানা মওকুফ, দেওয়া হয়েছে শর্ত

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪, ২০:২৩

ব্যাংকিং নীতিমালা লঙ্ঘনের দায়ে শাস্তিপ্রাপ্ত ১০ ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের জরিমানা মওকুফ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পরবর্তীতে একই ধরনের অপরাধ না করার শর্ত উল্লেখপূর্বক তাদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।


আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালকদারের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩৩তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র নিশ্চিত করেছে।


সূত্র জানায়, চলতি অর্থ বছরের পঞ্চম সভার জন্য ১৬টি পুনর্নির্ধারিত বিষয়ে আলোচনা হয়। বিবিধ ইস্যুতে এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করলে গভর্নরের সম্মতিতে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে এক লাখ টাকা করে জরিমানা মওকুফ করা হয়। তবে কেউ যেন এমন অপরাধের পুনরাবৃত্তি না ঘটায় এবং ডলার বাজারকে অস্থিতিশীল না করে সে বিষয়ে কড়া সতর্কতা জারির কথা বলা হয়। এর আগেও ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে মাফ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও