নেই নতুন ট্রেন্ডি পোশাক, আফগান-নায়রায় ঝুঁকছে ক্রেতারা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪, ১৪:৩৬
পুরান ঢাকা তথা যাত্রাবাড়ী, শনির আখড়া, ধোলাইপাড়সহ আশপাশের এলাকার মানুষের কেনাকাটার অন্যতম স্থল ঢাকার টিকাটুলিতে অবস্থিত রাজধানী সুপার মার্কেট। সহজ যাতায়াত, আর সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ডিজাইনের নানান বাহারি পোশাক মেলে এখানে। তাইতো স্থানীয়সহ আশপাশের এলাকার মানুষের আগ্রহ এ মার্কেটজুড়ে।
তবে প্রতি বছর নতুন নতুন ট্রেন্ডি পোশাক আসলেও এবার গত বছরের আফগান, নায়রা আর সারারাতেই আশার আলো দেখছেন বিক্রেতারা। ক্রেতারাও ঝুঁকছেন এসব পোশাকেই।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ট্রেন্ডিং
- পোশাক
- ক্রেতা