![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F1029114c-37fd-4c36-a816-595983984828%252Feditorial_5.png%3Frect%3D0%252C0%252C1600%252C1067%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
রোজার শুরুতে এবার গরম পড়ায় পানির চাহিদাও বেড়ে গেছে, বিশেষ করে ইফতার ও সাহ্রির সময়। কিন্তু ঢাকা ওয়াসা চাহিদামতো পানি সরবরাহ করতে না পারায় শহরের বাসিন্দারা কষ্টে আছেন।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গুলবাগ, শেওড়াপাড়া, লালবাগ, রায়েরবাগ ও দক্ষিণখান এলাকায় পানি সমস্যা বেশি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ লেন, আবদুল আজিজ লেন, ললিত মোহন দাস লেনসহ আশপাশের কিছু এলাকায় রোজার শুরু থেকে ওয়াসার পানি না পাওয়ার অভিযোগ এসেছে বাসিন্দাদের কাছ থেকে।