![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/03/18/f53a0ff9ee27e3c3613f7432632a8540-65f7e0d7d8b8d.jpg)
বিশ্ববাসী ২০২১ সালে ৪৪ কোটি বছর কাটিয়েছেন স্নায়বিক অসুস্থতায়
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ১২:৫৮
বিশ্বে স্নায়বিক জটিলতা ও রোগের কারণে মানুষের অসুস্থ জীবন ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিকস অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এক গবেষণা থেকে। প্রতিষ্ঠানটি বলছে, ২০২১ সালে সারা বিশ্বে স্নায়বিক জটিলতা ও রোগের কারণে অসুস্থ অবস্থায় মানুষের জীবন থেকে হারিয়ে গেছে ৪৪ কোটি ৩০ লাখ বছর।
হৃদ্রোগ নয়, বিশ্বে এখন সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হন স্নায়বিক বিভিন্ন রোগে। স্নায়বিক রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এ তথ্য উঠে এসেছে।