পাকিস্তানের কোচ হচ্ছেন না ওয়াটসন
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪, ১৩:০৩
                        
                    
                পাকিস্তান ক্রিকেটে বেশ কয়েকদিন ধরেই বয়ে যাচ্ছে শেন ওয়াটসন হাওয়া। হঠাৎ দেখা গেছেআবহাওয়ার পরিবর্তনে। সেই পরিবর্তে থেমে গেছে ওয়াটসন-প্রবাহ। পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে সকল আলোচনার যবনিকাপাত ঘটালেন শেন ওয়াটসন।
ওয়াটসনকে বছরে ২২ কোটি টাকা বেতনে পাকিস্তানের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড-পিসিবি। এতদিনের আবহ দেখে মনে হয়েছে, পিসিবির ইতিহাসের সর্বোচ্চ বেতনের প্রস্তাবটি বেশ ভালোই বিবেচনায় নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার।
- ট্যাগ:
 - খেলা
 - কোচ
 - পাকিস্তান ক্রিকেট বোর্ড
 - শেন ওয়াটসন