দুই মাসে রাজধানীতে মশা বেড়েছে ৪০%
প্রথম আলো
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪, ০৯:৪১
মশা মারতে কয়েল, অ্যারোসল, মশা তাড়ানোর বৈদ্যুতিক যন্ত্র—সিরাজুল ইসলামের বাড়িতে কোনো কিছুর কমতি নেই। কিন্তু কিছুতেই মশা কমছে না। রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে থাকেন চাকরিজীবী সিরাজুল ইসলাম। তাঁর কথা, ‘রাতে খাওয়ার সময় ডাইনিংয়ের নিচে কয়েল দিয়ে রাখতে হয়। বাসার কোথাও বসে একটু জিরোবার উপায় নেই। সকাল, সন্ধ্যা, রাত—সব সময় প্রায় একই অবস্থা। মশা তো কমে না।’
উত্তরার ১৩ নম্বর সেক্টর পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের মধ্যে। ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘সব জায়গায় মশা। আমার ওয়ার্ডে মশকনিধনের জন্য ১০ জন কর্মী। প্রত্যেককে প্রতিদিন কাজে পাঠাচ্ছি। কিন্তু মশা কমছে না সেভাবে। চেষ্টা করে যাচ্ছি।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- মশা নিয়ন্ত্রণ
- মশা নিধন