![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/03/14/235c3f473de2cb2c20b5ed4168593e3b-65f29b771be4f.jpg)
জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ সোমালিয়া উপকূলের কাছে, মুক্তিপণ দাবি করেনি কেউ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ১৩:১৪
বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ার ৪৬ ঘণ্টা পেরিয়ে গেলেও মুক্তিপণের জন্য এখনও কোনো যোগাযোগ করা হয়নি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৫০ মিনিটে জাহাজটি সোমালিয়া গ্যারাচাদ উপকূল থেকে মাত্র ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল বলে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জানান।
তবে জাহাজে থাকা কোন নাবিকের সাথে আর যোগাযোগ হয়নি।