স্লেজিং বোলারদের বড় এক অস্ত্র। যখন তারা কোনো ব্যাটারকে আউট করতে গলদঘর্ম হন, তখন অনেক সময় অস্ত্র হিসেবে এই স্লেজিং ব্যবহার করেন। উল্টাপাল্টা কিছু বলে ব্যাটারকে খেপিয়ে দিতে চেষ্টা করেন। যাতে বেশিরভাগ সময় তারা সফলও হন।
এমনই ঘটনা ঘটেছিল ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে। ভারতের ব্যাটার শুভমান গিল সেঞ্চুরি করেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলে যাচ্ছিলেন।