![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-03%2Ff454e6e6-77ea-49e3-89e8-0e2150ce1786%2Fsagira_s_daughter_and_husband_130324_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
খুনের ‘পরিকল্পনাকারী’ কীভাবে খালাস পায়, সগিরার মেয়ের প্রশ্ন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪, ১৪:২৬
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় গৃহবধূ সগিরা মোর্শেদ হত্যা মামলার রায়ে ‘পুরোপুরি সন্তুষ্ট নয়’ বাদীপক্ষ; রায়ের বিরুদ্ধে তারা আপিল করার কথা বলেছেন।
আলোচিত এ মামলার রায় ঘোষণার পর সগিরার মেয়ে সামিয়া সাবা চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, “ঘটনার সময় আমার বয়স ছিল ছয় বছর।