আরও ১৭৯ বিজিপি সদস্য পালিয়ে নাইক্ষ্যংছড়িতে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ১৭৯ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের অংথাপায়া ক্যাম্প থেকে সোমবার অনুপ্রবেশ করেছেন তারা। এর আগে ১৫ ফেব্রুয়ারি রাখাইন রাজ্যে সংঘাতময় অবস্থার মধ্যে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী, সশস্ত্র বাহিনীর সদস্যসহ ৩৩০ জনকে দেশটিতে ফেরত পাঠানো হয়।
এদিকে নাইক্ষ্যংছড়িতে সীমান্তের ওপার থেকে আসা গুলিতে এক ইউপি সদস্য আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে জামছড়ি মসজিদের পাশে দাঁড়িয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলার সময় সাবের আহমদ নামে ওই ইউপি সদস্য আহত হন। তাঁর কোমরে গুলি এসে লাগে। এর পর তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।