কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শুধু কন্ডিশনার ব্যবহার করেও চুল ধোয়া যায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ মার্চ ২০২৪, ১২:৪৭

সাধারণত শ্যাম্পু করার পর চুলে মসৃণভাব ধরে রাখতে কন্ডিশনার ব্যবহার করা হয়।


বেশিরভাগ ক্ষেত্রে কন্ডিশনার ব্যবহারে চুল হয় কোমল, মসৃণ। বিশেষ করে কোঁকড়া বা ঢেউ খেলানো কেশ আগলে রাখতে সহজ হয়।


তবে কন্ডিশনার শুধু চুলের খসখসেভাব দূর করতেই সাহায্য করে না, ময়লাও পরিষ্কার করতে পারে।


কারণ বেশিরভাগ কন্ডিশনারে অল্প মাত্রায় ‘ক্যাটিওনিক সার্ফ্যাক্ট্যান্টস’ নামক ডিটার্জেন্ট থাকে, সংক্ষেপে বলে ‘কোয়াটস’।


“সেট্রিমোনিয়াম’ ও ‘বেহেন্ট্রিমোনিয়াম ক্লোরাইড’ নামে খুব সাধারণ ধরনের এই উপাদানগুলো কন্ডিশনারের বোতলে উপাদানের তালিকায় লেখা থাকেই”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন নিউ ইয়র্ক’য়ের ‘রিটা হাজান স্যালন’য়ের জ্যেষ্ঠ কেশসজ্জাকর নিকোল ট্রেস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও