![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/radhika-20240309153810.jpg)
রাধিকার ৩ লাখ স্টোন বসানো লেহেঙ্গাটি তৈরি হয়েছে ৫৭০০ ঘণ্টায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৪, ১৮:৪৬
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের উৎসব। ১০০০ কোটি টাকারও বেশি খরচ হওয়া সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশ্বের বিজনেস টাইকুনসহ বলিউডের বড় বড় তারকারা।
এই মহা আয়োজন নিয়ে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম মেতে আছে। এই অনুষ্ঠানে কে কে পরেছিলেন তা নিয়ে চর্চা হচ্ছে। অনন্ত আম্বানির বাগদত্তা রাধিকা মার্চেন্টের সাজ ও বেশভূষা নিয়েও কৌতূহল আছে সবার মনেই।