![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-03%2Fe1dd2f2b-b8be-4349-8ea3-66bb46141148%2Fjoebiden_tiktok_reuters_090324_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
টিকটকের বিরুদ্ধে স্বাক্ষর করবেন জো বাইডেন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৪, ১৬:৫৬
মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটক নিষিদ্ধ করবে এমন এক বিলের প্রতি সমর্থন বেড়েই চলেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম আইনি বাধা পেরোনোর একদিন পর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এ বিলের সমর্থনে কথা বললেন।
“যদি তারা এটি পাশ করে, আমি স্বাক্ষর করবো।,” বলেছেন জো বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।