
পিক্সেলের বেস মডেলে প্রথমবার টেলিফটো ক্যামেরা
বণিক বার্তা
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১৩:২৫
গুগলের আসন্ন পিক্সেল ১০ সিরিজে বেস মডেলে প্রথমবারের মতো টেলিফটো ক্যামেরা যুক্ত হতে পারে। সম্প্রতি টেকলিকার ও টিপস্টার অনলিকসের বরাতে অ্যান্ড্রয়েড হেডলাইনসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর গিজমোচায়না।
অ্যান্ড্রয়েড হেডলাইনস ও অনলিকসের যৌথ প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ ফোনের পেছনে তিনটি লেন্স রয়েছে। এর একটিই টেলিফটো ক্যামেরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।