কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভ্যাসলিন মাখিয়ে রুমাল দিয়ে ঘষে আঙুলের ছাপ মেলানো হচ্ছে

সমকাল ময়মনসিংহ প্রকাশিত: ০৯ মার্চ ২০২৪, ১৪:১৬

ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নগরীর ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের বাসিন্দারা ভোট দেন। এ কেন্দ্রের মোট ভোটার ২৮৬২ জন। বেলা ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়ে ৫৬৫টি৷ যা মোট ভোটের ১৯ দশমিক ৭৪ শতাংশ। ভোট গ্রহণে ধীরগতি চলছে এ কেন্দ্রটিতে। কারণ আঙুলের ছাপ মেলাতে গিয়ে কেন্দ্রটির একটি ভোট কক্ষের ইভিএম বিকল হয়ে পড়ে। পরে সেটি দুপুর সাড়ে ১২ টার দিকে সারিয়ে তোলা হয়। বুথটি বন্ধ ছিল প্রায় ১৫ মিনিট। যাদের আঙ্গুলের ছাপ মিলছে না তাদের আঙুলে ভ্যাসলিন মাখিয়ে রুমাল দিয়ে ঘষে প্রথমে চেষ্টা করা হচ্ছে। তাতেও কাজ না হলর সাবান দিয়ে হাত ধুয়ে লেবু দিয়ে আঙুল ঘষে আসতে বলা হচ্ছে।


সকাল ৮টার কিছু সময় পর গ্লোরী মন্ডল নামে এক বয়স্ক নারী ভোট দিতে পারেন নি। নিজের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে আঙুলের ছাপ দিতে গিয়ে দেখেন নিজের নামের সঙ্গে ছবি ও স্বামীর নামের অমিল। বিষয়টি প্রিজাইডিং অফিসার পর্যন্ত গড়ায়। পরে কোনো ভাবেই বৃদ্ধার ভোট গ্রহণ করতে না পারায় ফিরে যেতে হয় তাকে। ভোট দিতে না পেরে ওই ভোটার বলেন, আগে ভোট দিয়েছি এমন সমস্যা হয়নি। ইভিএমে ভোট দিতে এসেই এমন ভোগান্তিতে পড়তে হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও