শুধু আসনই সংরক্ষিত, নেই কার্যপরিধি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ মার্চ ২০২৪, ১৬:৩৮

প্রতি পাঁচ বছর পর সংসদ নির্বাচন শেষে আইনসভার সংরক্ষিত আসনে নারী এমপি নির্বাচনে প্রার্থী এবং বিভিন্ন দলের দৌড়ঝাঁপ চোখে পড়ে। গেল দ্বাদশ সংসদ নির্বাচনের পরও এর ব্যতিক্রম ঘটেনি।  


কিন্তু মাঝেমধ্যে সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়া, বিভিন্ন কমিটিতে এসব নারী সংসদ সদস্যদের উপস্থিতি ছাড়া তাদের খুব একটা তৎপরতা চোখে পড়ে না।


যদিও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি ৩০০ আসনে নির্বাচিত সদস্যের মতোই সংরক্ষিত ৫০ আসনের সংসদ সদস্যদের ভূমিকা সমান।


কিন্তু সরাসরি নির্বাচিত হয়ে আসা ৩০০ সংসদ সদস্যের সংসদীয় এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত আসনের এমপিদের এলাকাভিত্তিক কাযর্পরিধি বা দায়িত্বের বিষয়ে সংবিধানে আলাদাভাবে কিছু নেই। সংরক্ষিত আসন থাকবে শুধু এটা বলা রয়েছে।


সুযোগ-সুবিধা একই থাকলেও সংসদ নেতা সময়ে সময়ে সংরক্ষিত আসনের এমপিদের উন্নয়নের লক্ষ্যে এলাকা বা জেলার দায়িত্ব ভাগ করে দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও