পর্দায় নারী সংগ্রামের ১৪ গল্প

সমকাল প্রকাশিত: ০৮ মার্চ ২০২৪, ১৪:১৩

একজন নারী তার পরিপূর্ণ অধিকার আদায়ের দাবিতে দীর্ঘকাল ধরে যে আন্দোলন চালিয়ে আসছে, তারই সম্মানস্বরূপ প্রতিবছর বিশ্বজুড়ে ৮ মার্চ নারী দিবস পালন করা হয়। উপমহাদেশের বেশিরভাগ চলচ্চিত্রই নায়ককেন্দ্রিক ছবি, বাংলা চলচ্চিত্রও এর ব্যতিক্রম নয়। এর মাঝেও এই দেশে নির্মিত হয়েছে বেশ কিছু নারীকেন্দ্রিক চলচ্চিত্র, যার বেশিরভাগই হয়েছে দর্শকনন্দিত, পেয়েছে প্রশংসা, পুরস্কারও।
 
রূপবান
বলা হয়, ঢাকায় নির্মিত প্রথম নারীকেন্দ্রিক ছবি রূপবান। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ছবিটি ওই সময়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সালাউদ্দিন নির্মিত এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন সুজাতা। নারীর ত্যাগ ও সংগ্রামের অনন্য উপাখ্যান তুলে ধরা হয়েছে এতে। এতে আরও অভিনয় করেছেন মনসুর, চন্দনা, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, ইনাম আহমেদ প্রমুখ।
 
সারেং বউ
১৯৭৮ সালে মুক্তি পায় ‘সারেং বউ’ সিনেমা। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে পরিচালনা করেছিলেন আবদুল্লাহ আল মামুন। এতে জুটি বেঁধে অভিনয় করেন ফারুক ও কবরী। ছবিতে একজন গৃহবধূর ভূমিকায় দেখা যায় কবরীকে; যে তার স্বামী, সংসার ও নিজের প্রতি সৎ ও নিষ্ঠাবান থাকার জন্য নানা সংগ্রাম অতিক্রম করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও