ভবনের ছাদে ঝুঁকিপূর্ণ রেস্তোরাঁ, ল্যাবএইডকে জরিমানা
প্রথম আলো
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪, ১৯:৩৯
অনুমোদন ছাড়াই ভবনের ছাদে রেস্তোরাঁ ও রান্নাঘর তৈরি এবং গ্যাসের সিলিন্ডারে লিকেজ থাকায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে হাসপাতালটি পরিদর্শন করে এই অসংগতি পেয়ে জরিমানা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ও সরেজমিনে দেখা যায়, দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে সরাসরি ল্যাবএইড হাসপাতালে ছাদে গিয়ে রান্নাঘর পরিদর্শন করেন। সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান, গ্যাসের সিলিন্ডার লিকেজ রয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ল্যাবএইডের প্রতিনিধিদের বলেন ভবনের নকশা দেখাতে। ম্যাজিস্ট্রেটকে জানানো হয় অনুমোদন নিয়েই তাঁরা ছাদে রেস্তোরাঁ ও রান্নাঘর করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঝুঁকিপূর্ণ
- ঝুঁকিপূর্ণ ভবন