স্পিনঘূর্ণিতে দিশেহারা ইংল্যান্ড গুটিয়ে গেছে ২১৮ রানে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪, ১৬:৪০
আবারও সেই স্পিনজালেই আটকা পড়লো ইংল্যান্ড। খেই হারালো রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে। ধর্মশালা টেস্টে ভালো শুরুর পরও প্রথম ইনিংসে ইংলিশরা গুটিয়ে গেছে মাত্র ২১৮ রানে। ব্যাট করতে পেরেছে ৫৭.৪ ওভার।
দুই স্পিনার অশ্বিন ও কুলদীপ শিকার করেছেন মোট ৯ উইকেট। এর মধ্যে ফাইভার (৭২ রান খরচায়) পূর্ণ করেছেন কুলদীপ। আর ৫১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন অশ্বিন।
দুর্দান্ত বোলিং করে দারুণ একটি মাইলফলক স্পর্শ করে ফেলেছেন কুলদীপ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার আগে এই কীর্তি করেছেন ইংল্যান্ডের বোলার জনি ব্রিগস।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট সিরিজ
- ভারত-ইংল্যান্ড সিরিজ