চ্যাম্পিয়নস লিগে গোল করায় রিয়ালের শ্রেষ্ঠত্ব, শীর্ষ দশে আর কারা
প্রথম আলো
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪, ১১:৩৮
চ্যাম্পিয়নস লিগের রাজা কারা? উত্তরে রিয়াল মাদ্রিদের নামটাই বলতে হবে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ১৪টি শিরোপা যাদের দখলে, তাদের শ্রেষ্ঠত্ব স্বীকার না করে উপায় কী! এমনকি দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে দ্বিগুণ (৭টি) শিরোপা রিয়ালের দখলে।
১৯৯২ সালে চ্যাম্পিয়নস লিগের নতুন সংস্করণ শুরু হওয়ার পর থেকে হিসাব করলেও রিয়ালেরই জয়জয়কার। সে সময় থেকে রিয়াল শিরোপা জিতেছে ৮টি। যেখানে নতুন সংস্করণ দূরে থাক, সব মিলিয়েও ৮টি শিরোপা জিততে পারেনি অন্য কোনো ক্লাব।
- ট্যাগ:
- খেলা
- নতুন সংস্করণ
- চ্যাম্পিয়ন্স লিগ