![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-03%252Fc874c467-74d0-4d60-b098-a26ef7947c80%252Fb7d07b21-48bf-4859-9222-d4f7922d71b2.jpeg%3Frect%3D0%252C0%252C1280%252C720%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
কাচ্চি ভাইয়ের ট্রেড লাইসেন্স ছাড়া নেই অন্য কোনো অনুমোদন, লাখ টাকা জরিমানা
রাজধানীর গুলশান-২ নম্বরের ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এটির মালিককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন।
এ ছাড়া গুলশানে সেবা হাউজ নামের একটি ভবনের মালিককে ৫০ হাজার টাকা ও ধানসিঁড়ি নামের একটি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।