You have reached your daily news limit

Please log in to continue


টিপ সরিয়ে তারকাদের প্রতিবাদ

কয়েক দিন হলো তারকারা টিপ পরছেন কপালের মাঝখান থেকে খানিকটা সরিয়ে। এরপর সেলফি তুলে আপলোড দিচ্ছেন ফেসবুকে। তারকাদের সঙ্গে সায় দিয়ে সাধারণ নারীরাও নিজেদের কপালের টিপটি খানিকটা সরিয়ে দিয়ে তুলছেন সেলফি। আপলোড দিচ্ছেন ফেসবুকে। প্রায় সবারই পোস্টে থাকছে একই বার্তা, সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিচ্ছেন ‘অড ডট সেলফি’।

জানা গেছে, বাংলাদেশে নারী নির্যাতনের প্রতিবাদ জানাতেই এমন ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন তারকারা। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে জনমত গড়ে তুলতে চলছে এই ক্যাম্পেইন। সবাই যে বার্তাটি শেয়ার করছেন সেটা হলো, ‘বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে-বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ হয় না। কারণ আমাদের সমাজে নারীদের শেখানোই হয় নীরবে সহ্য করতে। কিন্তু আমরা চাই, এই ট্যাবু ভেঙে আওয়াজ তুলুক প্রতিটি নারী। কারণ, চুপ না থেকে কথা বললেই কেবল সম্ভব এসব সহিংসতা বন্ধ করা। আর তাই নারী নির্যাতনের প্রতিবাদ হিসেবে অড ডট সেলফি; যেখানে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে নারীর সাজের চিরায়ত সঙ্গী কপালের টিপ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন