বছরে ৮৫ টাকা দিয়ে মাসে ৫০০ টাকার বৃত্তি মিলবে যে বিমা পলিসির মাধ্যমে
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৪, ১৩:১৭
‘বঙ্গবন্ধু শিক্ষা বিমার’ মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে উদ্যোগ নিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সে জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিমা কোম্পানিকে দিতে হবে বছরে ৮৫ টাকা।
দেশের সরকারি-বেসরকারি সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমার’ আওতায় আনতে চায় সংস্থাটি। উদ্যোগ বাস্তবায়নে গত সোমবার দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
চিঠিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শিক্ষা বিমা পরিকল্পটির উদ্দেশ্য হলো দেশের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা; ৩ থেকে ১৭ বছরের শিক্ষার্থীর মা-বাবা বা আইনগত অভিভাবক এ বিমার আওতায় আসতে পারবেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- শিক্ষার্থী
- ঝরে পড়া
- বীমা