ছয় বছর আগের সুখস্মৃতি এবার ফেরাতে পারবে কি বাংলাদেশ
আশা জাগিয়েও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আশাভঙ্গের বেদনা বাংলাদেশের। ৩ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। তাই আজকের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও কি সিরিজ জিততে পারবে বাংলাদেশ!
৩ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে মাত্র একবারই প্রথম ম্যাচ হেরেও সিরিজ জিতেছে বাংলাদেশ। সেটি ২০১৮ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রের লডারহিলে।
সেই সিরিজের প্রথম ম্যাচে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ১-০ ব্যবধানে পিছিয়ে সিরিজের পরের দুটি ম্যাচ হয়েছিল যুক্তরাষ্ট্রের লডারহিলে। দুটি ম্যাচই জিতে প্রত্যাবর্তনের অসাধারণ গল্পের জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২ রানে জিতে সিরিজ সমতায় ফেরে বাংলাদেশ। তামিম ইকবাল ও সাকিবের জোড়া ফিফটিতে ১৭১ তোলে বাংলাদেশ। জবাব দিতে এসে মোস্তাফিজুর রহমান-নাজমুল ইসলামদের তোপে অলআউট না হলেও ১৫৯ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।