ধর্মঘটে যাওয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে দক্ষিণ কোরিয়া

বিডি নিউজ ২৪ দক্ষিণ কোরিয়া প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ২০:৪৭

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রী সোমবার বলেছেন, সরকারের আল্টিমেটাম যারা মানেনি তাদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নিতে হাসপাতাল পরিদর্শন শুরু করবে কর্তৃপক্ষ।


মেডিকেল কলেজে ভর্তি বাড়ানো নিয়ে সরকারি পরিকল্পনার বিরুদ্ধে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট শেষ করার আল্টিমেটাম দিয়েছিল সরকার। সেই আল্টিমেটাম অমান্যকারীদের বিরুদ্ধেই এ আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রী চো কিও-হং।


গত ২০ ফেব্রুয়ারি থেকে প্রায় ৯ হাজার আবাসিক এবং শিক্ষানবীশ ডাক্তার (দেশের মোট ডাক্তারের প্রায় ৭০ শতাংশ) ধর্মঘট শুরু করে। এতে বেশ কিছু জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচার ব্যহত হয়।


ধর্মঘটরত চিকিৎসকদের বৃহস্পতিবারের মধ্যে কাজে ফিরতে বলা হয়েছিল। নতুবা তাদের গ্রেপ্তার, জেল-জরিমানাসহ প্রশাসনিক ও আইনি ব্যবস্থার মুখোমুখি করা এবং চিকিৎসক নিবন্ধন বাতিল করার আল্টিমেটাম দিয়েছিল সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও